ঢাকাFriday , 28 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় বাংলাদেশ জাসদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

admin
March 28, 2025 6:02 pm
Link Copied!

মোঃ মিজানুর রহমান মিন্টু,
জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায়া বাংলাদেশ জাসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২৮) মার্চ উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান দ্বিঃ মুখী উচ্চ বিদ্যালয়ে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদের তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায়, সঞ্চলনায় ছিলেন তেঁতুলিয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শাহ আলম বাবুল।

এসময় নাজমুল হক প্রধান বলেন, আমরা চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। এসময় প্রধান উপদেষ্টাকে উদ্যেশ্য করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার গুম, খুন, হত্যা, অর্থ পাচার বিচার শুরু করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।