ঢাকাSunday , 30 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় হিতৈষী’র উদ্যোগে ৩০০ জন এতিম-দুস্থ শিশুকে ঈদের নতুন জামা উপহার

admin
March 30, 2025 6:08 pm
Link Copied!

(মোস্তাফিজার রহমান, স্টাফ রিপোর্টার:)
নাহিদ ইসলাম। বয়স মাত্র ৬ বছর। তার মা সাবিনা বেগম ছিলেন মানসিক প্রতিবন্ধী। এক মাস আগে আগুনে পুড়ে মারা যান তিনি। নাহিদের বাবা দীর্ঘদিন ধরে তাদের কোনো খোঁজ রাখেন না। ফলে ছোট থেকেই সে নানার বাড়িতে বড় হচ্ছে। রাত পোহালেই ঈদ, কিন্তু নাহিদের হতদরিদ্র নানা তার জন্য নতুন জামা কিনে দিতে পারেননি।

এই খবর জানতে পেরে রোববার (৩০ মার্চ) রাতে নাহিদের দরজায় হাজির হন এক যুবক, হাতে নতুন জামা। তিনি হলেন দেলোয়ার হোসেন সুমন, স্বেচ্ছাসেবী সংগঠন হিতৈষী-এর সভাপতি। শুধু নাহিদ নয়, গত দু’দিন ধরে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তার মতো প্রায় ৩০০ এতিম ও দুঃস্থ শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন বলেন, ঈদ মানেই আনন্দ, কিন্তু সমাজের কিছু শিশু দারিদ্র্যের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটাতে আমরা প্রতি বছর এই আয়োজন করি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করব।

এর আগে শনিবার রাতে নতুন জামা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম। তিনি বলেন, হিতৈষী সংগঠন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি এতিম ও দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

নতুন জামা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাহিদ। সে বলে, আমি কখনো ভাবিনি ঈদে নতুন জামা পাবো। জামা পেয়ে আমি খুব খুশি।

সংগঠনটির এ মহতী উদ্যোগে স্থানীয়রা প্রশংসা জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।