ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় চাল বোঝাই ট্রলির এক্সেল ভেঙ্গে চালকের মর্মান্তিক মৃত্যু

admin
April 20, 2025 11:41 am
Link Copied!

(মো: তাজরুল ইসলাম)
রংপুরের পীরগাছায় চাল বোঝাই ট্রলির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ চাপায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে তিন টায় উপজেলার সুখানপুকুর (কুকড়া ভাঙ্গা) ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক নয়ন মিয়া (৩৫) উপজেলার ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, আজ রোববার বিকেলে উপজেলা খাদ্য গুদাম থেকে ইটাকুমারী ইউনিয়নের ডিলার আব্দুর রাজ্জাক এর খাদ্য বান্ধব কর্মসূচী চাল নিয়ে যাওয়ার প্রাক্কালে ওই স্থানে পৌছিলে হঠাৎ ট্রলির পিছনের দুই চাকার মধ্যে এক্সেল ভেঙ্গে যায়। এসময় ট্রলি উল্টে গিয়ে একটি গাছে সাথে ধাক্কা লাগে। এতে চালক নয়ন মিয়া ট্রলি এবং গাছে মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। নিহতের পিতা আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, নয়ন আমার একমাত্র ছেলে। নিহত নয়নের দুটি ছেলে সন্তান রয়েছে। দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে। আমার কোন অভিযোগ নাই।
এ বিষয়ে পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।