ঢাকাTuesday , 6 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বের মামলা প্রত্যাহার না করায় পুত্রকে খুনের অভিযোগে মামলা। 

admin
May 6, 2025 1:06 pm
Link Copied!

নড়াইল প্রতিনিধি:নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে পূর্বের একটি মামলার জের ধরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিহতের মা মোছাঃ ফাতেমা বেগম। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি ও এজাহার সূত্রে জানা গেছে, ফাতেমার 

 ছেলে রফিকুল ইসলাম গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ রাতে লোহাগড়া থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেননি। পরদিন ২৯ এপ্রিল সকালে খবর পেয়ে স্বজনরা রিকাইল শেখের বসত বাড়ির রান্না ঘরের পেছনে রফিকুলের মৃতদেহ উদ্ধার করে।

মরদেহের কপালের ডান পাশে গভীর আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখমের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার উপর ফেলে রাখা ছিল।

এজাহারে আরো বলা হয়, ফাতেমা বেগম পূর্বে কালিয়া থানায় একটি লুটপাট ও অগ্নিসংযোগের মামলা দায়ের করেন (মামলা নং ২২, তারিখ: ২৭/০৪/২০২৫)। সেই মামলার আসামিরা প্রাণনাশের হুমকি দেন ফাতেমা বেগম কে।নতুন এজাহারে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী-ঘটনার রাতে মোট ১৫ জন চিহ্নিত আসামী এবং অজ্ঞাত ৮-১০ জন দেশীয় অস্ত্রসহ তার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং রান্না ঘরের পেছনে ফেলে রাখেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।