ঢাকাSaturday , 15 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রেললাইনের রেল ক্লিপসহ চোর আটক  

admin
March 15, 2025 11:04 am
Link Copied!

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:   

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে রেল ক্লিপ চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজন (২২) নামে এক যুবক রেলওয়ের নিরাপত্তাকর্মীর হাতে ধরা পড়েছে।

শুক্রবার (১৪ মার্চ ২৫) রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। রেল ক্লিপগুলো স্কুল ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় ওই চোর হাতেনাতে ধরা পড়ে বলে জানা গেছে।আটককৃত ব্যাক্তি নাম রাজন ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার বাসিন্দা।

বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, ‘আওয়াজ শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেলক্লিপসহ একজন চোরকে আটক করি। তবে তার দলের বাকি চারজন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বাকৃবির পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাত ৮টা ৪০ মিনিটে রেলক্লিপ চুরি করা ওই চোরকে বাকৃবির পুলিশ ক্যাম্পে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।