ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত-৪

admin
April 20, 2025 1:33 pm
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের বাহাদুর বাজারে কুকুরের কামড়ে নারী ও শিশু সহ চারজন আহত হয়েছেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন নিরাপদ আশ্রয় ছুটে যেতে দেখা যায়।
আহতরা হলেন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হিরা মনি গ্রামের মোঃ শামসুল (৭০), একই এলাকার আমার মোখলেসুর রহমান (৫০), ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া এলাকার মোছাঃ আফিয়া বেগম (৬০), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মোঃ বাবু(১২)।
শনিবার বিকেল পাঁচটায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ সীমান্ত এলাকার বাহাদুর বাজারে এই ঘটনা ঘটে।
আহত মোঃ মোখলেছুর রহমান জানান, বিকেলে বাড়ি থেকে নিজ ব্যবসা কেন্দ্র বাহাদুর বাজারে আসা মাত্রই একটি কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় আমি আহত অবস্থায় পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করি। পরে কুকুরটির কামড়ে একজন মহিলা ও একজন শিশুসহ মোট চারজন আহত হয়।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোজাম্মেল হোসেন জানান, আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও পঞ্চগড় হাসপাতালে প্রেরণ করা হয়। বাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকে কুকুরের হামলার শিকার হচ্ছেন। এই বাজারে এর আগে কুকুরের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ মানিক জানান, উচ্চ আদালতের নির্দেশনার কারণে বেওয়ারিশ এবং হিংস্র কুকুরের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ ব্যাহত হচ্ছে। তবে কুকুরের হামলায় আহত হওয়ার বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।