ঢাকাSunday , 27 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড জনজীবন, উপড়ে গেল ২০০ বছরের ঐতিহ্যবাহী বটগাছ

admin
April 27, 2025 5:05 pm
Link Copied!

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শনিবার (২৬ এপ্রিল) রাতে প্রবল কালবৈশাখী ঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। রাত ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং কৃষি ফসলের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং অনেক বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সদ্য বেড়ে ওঠা ইরি-বোরো ধান, ভুট্টা, শাকসবজি ও বেগুনের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের দাপটে গাছ থেকে ঝরে পড়েছে লিচু এবং আমের গুটি, যার ফলে ফলনেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে উপজেলার মইদাম এলাকায়। সেখানে দুই শত বছরের পুরনো ঐতিহাসিক বটগাছটি গোড়া সহ উপড়ে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এই বটগাছটি ছিল এলাকার পরিচিতি এবং গৌরবের প্রতীক।

পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের কৃষক বদিউজ্জামান জানান,
“কালবৈশাখী ঝড়ে আমাদের এলাকায় বড় ধরনের ক্ষতি হয়েছে। জমিতে ধান পড়ে গেছে। বিদ্যুৎ না থাকায় পুরো গ্রাম অন্ধকারে নিমজ্জিত।
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন,

“রাতের এই ঝড়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে গ্রাম পুলিশদের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।”
ভূরুঙ্গামারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত জানিয়েছেন,“ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।