মোঃ নিজাম, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার মঙ্গল সিকদার লঞ্চ ঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার অপরাধে জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন। এ অর্থদন্ড প্রদান করেন লালমোহন উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেট ১০ টাকা ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় নেয়ার অপরাধে মোঃ মঞ্জু নামের এক জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।