ঢাকাFriday , 2 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

admin
May 2, 2025 1:27 pm
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদের তাৎক্ষণিক ভাবে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটক করে রাখে বিক্ষুদ্ধ গ্রামবাসী।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করার সময় এ ঘটনার ঘটে।
ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম জানান, ধর্মজৈন সীমান্তের ধান কাটা এবং মাড়াইয়ের কাজ করছিল ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম এবং এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা। এ সময় ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদেরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানাজানি হলে বিক্ষুদ্ধ গ্রামবাসী বাংলাদেশের সীমানের ভিতর থেকে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামে দুই ভারতীয় নাগরিককে ধরে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে। পরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার রেজাউল করিম বলেন, ধর্মজৈন সীমান্তে ধান কাটাতে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বাংলাদেশি নাগরিকরা ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য দুইবার চিঠি দিয়েছি। বিএসফের পক্ষ থেকে সাড়া পেলেই পতাকা বৈঠক শুরু করা হবে।
এদিকে আটক দুই বাংলাদেশীদের মুক্তির ফেরত পাবার অপেক্ষায় রয়েছে তাদের স্বজনরা। ঘটনার পর থেকে এলাকা উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।