ঢাকাSaturday , 5 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রফিকুল ইসলাম লাভলু:-রংপুরের পীরগাছায় উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া জমিজমা বিরোধকে কেন্দ্র করে আঙ্গুর মিয়া করতি ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে একই পরিবারের উপর সশস্ত্র হামলা চালিয়েছে আঙ্গুর বাহিনী । তিনি দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী পরিবারের উপর জোরজবস্তি করে সম্পত্তির দখলদারিত্ব নিয়ে আছেন যার কোন সঠিক কাগজপত্র তিনি এখন পর্যন্ত দেখাতে পারেননি। 

ভুক্তভোগী শরিফুল ইসলাম এর‌ উপর‌ সন্ত্রাসী হামলা হওয়ার পর তিনি পীরগাছা থানায় লিখিত অভিযোগে জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ৬ জুলাই সকালে তার বাড়িতে ঢুকে মারধর করে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন এনে এ সময় তার পরিবারের ৪ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে নারী ও বৃদ্ধও রয়েছেন। আহতদের উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও রড দিয়ে তাদের উপর হামলা চালায় এবং ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। থানায় দায়ের করা অভিযোগে মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পীরগাছা থানা পুলিশ তদন্তপূর্বক আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।